সকাল থেকে প্রচন্ড বৃষ্টি তাই অবসরে একটি ওয়ালপেপার বানিয়ে ফেললাম... সত্যি বলতে এরাবিক ক্যালিগ্রাফির প্রতি আমার একটা দুর্বলতা আছে..! এটা শুধু আর্ট না এটা মনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, আজ আমার মনে ভেসে যাচ্ছে বৃষ্টির বন্যা, তাই সে বন্যার বহিঃপ্রকাশ হিসেবে এই ক্যালোগ্রাফিটি আমি উৎসর্গ করছি যারা হারিয়ে গিয়েছে শহরের অব্যবস্থাপনায়।
শুনেছি বৃষ্টির সময় দোয়া করলে নাকি কবুল হয়। তাই আমি দোয়া করি এই বৃষ্টিতে যেন প্রত্যেকটা মানুষের মনের হিংসা, ক্রোধ, বিদ্বেষ, বিভাজন এগুলো যেন ধুয়ে যায়।
বৃষ্টি একটা নেয়ামত, প্রচন্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যয় তখন বৃষ্টি একটা নেয়ামত, গরমে শহরে খেটে খাওয়া রিক্সা চালকের কাছে বৃষ্টি একটা নেয়ামত, একজন কৃষক পানির অভাবে যার ফসল উৎপাদন অসম্ভব হঠাৎ বৃষ্টি তার কাছে নেয়ামত, জীর্ণশীর্ণ খরা প্রবণ এলাকাতে তৃষ্ণার্থ পথিকের কাছে বৃষ্টি একটি নেয়ামত।
তবে এই যান্ত্রিক শহরে বৃষ্টি কিছুটা অপ্রীতিকর। এই অবিরাম বারিধারায় আমার মন একপ্রকার বিষাদে নিমজ্জিত। এই যান্ত্রিক শহরে ব্যক্তিগতভাবে আমি বর্ষাকে সাদরে গ্রহণ করতে পারছিনা কারণ গতকাল গাজীপুরের টঙ্গীতে একজন পথচারী ম্যানহোলে পড়ে গিয়ে নিখোঁজ। ঘটনার পেরিয়েছে ২৪ ঘন্টা। উদ্ধার তৎপরতা চলছে..... এতক্ষণে সে হয়তো মৃত।
অচিন ধারার এ বৃষ্টি শুধু জল বয়ে আনে না! কখনো কখনো সে বয়ে আনে অপূরণীয় অনুপস্থিতি। এক নারী পথচারী নিঃশব্দে হারিয়ে গেলেন এই যান্ত্রিক শহুরের জনারণ্যের মাঝে। বিষয়টা ভাবতেই কেমন লাগে মুহূর্তের মধ্যেই একজন মানুষ বিলীন হয়ে গেল ? চারদিকে বৃষ্টি এ যেন এক দুঃস্বপ্ন। তীব্র বৃষ্টি এবং যান্ত্রিক শব্দের মাঝে ভেসে আসলো শুধু একটাই চিৎকার "আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি, চোখে কিছু দেখতে পাচ্ছি না সব অন্ধকার, আমি তলিয়ে যাচ্ছি..... ভেসে যাচ্ছি স্রোতের ধারায়...."
সে হয়তো নেই ! পরিবারের কাছে এ যেন এক অপূরণীয় শোক।
ফায়ার সার্ভিস, ডুবুরি দল, স্বেচ্ছাসেবক সবার প্রচেষ্টা এখনো অব্যাহত।
যে শহরে রাস্তায় বিজ্ঞাপন ঝুলিয়ে ‘স্মার্ট নগরীর দাবি করে, সে শহরই একজন মানুষকে গ্রাস করে আর রেখে যায় নিঃসঙ্গ অন্ধকার।
তাহলে এই দায় কার নগর ব্যবস্থাপনার ?
আজকের এই ক্যালিওগ্রাফি আমি উৎসর্গ করছি সেই সকল পথচারীদের যারা এই শহরে অতল গভীরে হারিয়ে গিয়েছে... অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায়।
- আমির হামজা।