Notification texts go here Contact Us Download Now!
Posts

সকল জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে পবিত্র ভুমিতে মাগদুব রেজিম কর্তৃক লাল গাভী জবাই করা হবে এই বছরে।

 


Red Heifer sacrifice এর জন্য জেরুSalem এ Marina Abramovic এর মতো স্যাটানিস্ট আর Rothschild, Medici ফ্যামিলির বড় বড় ফিগাররা জড়ো হচ্ছে। ২৯-৩০ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যেই রিচুয়াল হওয়ার কথা। 


তারা প্রস্তুত হচ্ছে তাদের তথাকথিত প্রতিশ্রুত মাসিহের জন্য।

কিন্তু আমার আপনার এ নিয়ে প্রস্তুতি তো দূর কি বাত!

ভাবার সময়টা কই!?


লাল গরু এবং থার্ড টেম্পল 


ইয়া//হুদীরা চায় মাসজিদে আকসা গুড়িয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মান করতে, যেখানে তাদের রাজা মাসিহ আসবেন। তাদের এই মাসিহকেই আমরা দাজ্জাল নামে চিনি। এই থার্ড টেম্পল নির্মানের জন্যেই তারা জেরুজালেম দখল করে বসে আছে। তাদের বিশ্বাস মতে থার্ড টেম্পল নির্মাণ শুরু করতে নিখুঁত লাল গরু উৎসর্গ করতে হবে। 


নিখুঁত লাল গরু পুড়িয়ে সেই ছাই,রক্ত ইত্যাদি দিয়ে থার্ড ট্যাম্পল এর জন্যে নির্ধারিত স্থান পবিত্র করা হবে। নিখুঁত লাল গরুর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন:

১) একটা পশমও লাল ছাড়া অন্য কোনো রঙের হবেনা।

২) বয়স ৩/৪ বছর বা তার বেশি হতে হবে।

৩) গায়ে কোনো ত্রুটি থাকা যাবেনা।

৪) অন্য কোনো কাজে এই গরু ব্যবহার করা হয়নি।

৫) গরু জেরুজালেমের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে।


ই//য়াহুদীরা এমন নিখুঁত লাল গরু অনেক আগে থেকেই খুঁজে আসছে। ২০২২ সাথে আমেরিকার টেক্সাসে এমন ৫ টি বাছুর জন্ম হয় একটি খামারে। ইয়া//হুদীরা সেই বাছুরগুলো ৫ লাখ ডলারে কিনে আনে বিমানে করে টেক্সাস। পরে অবশ্য একটা গরুতে ত্রুটি পাওয়া গেছে। এখন বাকি ৪ টি গরু আছে। ইয়া/হুদীরা অচিরেই হয়তো কোনো এক সময়ে এসব গরুগুলো পুড়িয়ে ফেলবে এবং মাসজিদে আকসার স্থানে থার্ড ট্যাম্পল তৈরির কাজ শুরুর চেষ্টা করবে। 


অনেক ইয়া/হুদী ধর্মগুরুর মতে নেতানিয়াহু হচ্ছেন তাদের মাসিহ আগমনের আগের সর্বশেষ প্রধানমন্ত্রী। 


এসব কিছুই ইয়া/হুদীদের বিশ্বাস মাত্র। তবে তারা দাজ্জালের আগমনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে। 


NB:এটাকে কেউ ধর্মীয় কাহিনী বলে অবহেলা করলে এটা তার ব্যর্থতা ও বোকামি। ৭ই অক্টোবর হাmaসের আক্রমণের অন্যতম কারণ ছিল এটি from ubaida speech.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.